India & World UpdatesAnalyticsBreaking News
সুস্থ সৌরভ, সরানো হলো জেনারেল কেবিনে
২৯ জানুয়ারি : সুস্থ হয়ে উঠছেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার সকালে তাঁকে জেনারেল কেবিনে সরানো হল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুটি স্টেন্ট বসানোর পর রাতে কোনও সমস্যা হয়নি তাঁর। এদিন সকালে তাঁকে পরীক্ষা করেন চিকিত্সক আফতাব খান সহ অন্যান্য বিশেষজ্ঞরা। সবকিছু খতিয়ে দেখার পর, আইসিইউ থেকে সৌরভকে জেনারেল কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রাতে কোনও সমস্যা হয়নি সৌরভের । সকালে ব্রেকফাস্টও করেছেন মহারাজ । সব কিছু ঠিকঠাক থাকলে, রবিবার ছুটি পেতে পারেন তিনি। এ দিন তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনকড়।
সৌরভ গাঙ্গুলির হার্টে বসানো হয়েছে ড্রাগ ইলিউটিং স্টেন্ট। চিকিত্সকদের পরামর্শ, আগামী একটা বছর খুব সাবধানে থাকতে হবে মহারাজকে। নিয়ম করে খেতে হবে ওষুধ। হৃদযন্ত্রে ব্লকেজ সারাতেই আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। চিকিত্সকরা বৃহস্পতিবারই দাবি করছিলেন, সফল হয়েছে গোটা প্রক্রিয়া। চিকিত্সক আফতাব খান জানান, ”অপারেশন সফল, সৌরভ ঠিক আছেন…।”
হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভাশিস রায়চৌধুরী জানাচ্ছেন, ”প্রথমে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। ওটাই ছিল বেস্ট পসিবল ওয়ে। হার্টের পেশীকে ভাল রাখতে এবং রক্তের প্রবাহ চালু করতে এটা করা হয়েছিল। সেটা করার সময় দেখা যায় আরও দুটো ব্লকেজ আছে, সেই দুটোয় স্টেন্ট বসানো হয়েছিল। স্টেন্ট বসানো মানে ব্লাড ফ্লো নর্মাল হয়ে গিয়েছে। এবার তিনি অ্যাকটিভ লাইভ লিড করতে পারবেন কিনা, সেটা নির্ভর করছে হার্ঠের পাম্পিং ক্ষমতার উপর ।’