Barak UpdatesHappeningsBreaking News
করোনা টিকায় গাফিলতি: কাছাড়ে এখন রিপোর্ট দিতে হবে প্রতি দুই ঘন্টায়
২০ জানুয়ারি: এক হাজার ডোজ করোনা টিকা একাংশ স্বাস্থ্যকর্মীর চূড়ান্ত উদাসীনতায় নষ্ট হয়ে গিয়েছে, মেনে নিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান৷ তাঁর কথায়, এমনটা যেন আর না ঘটে, সে জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এখন দিনের বেলায় প্রতি দুই ঘণ্টা অন্তর ভ্যাকসিন সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে৷ রাতে যার কাছে যেখানে ভ্যাকসিন থাকবে, কত ভ্যাকসিন কী অবস্থায় রয়েছে, তা জানাতে হবে চার ঘণ্টা পরপর৷
সুমিতবাবু জানান, মেডিক্যালের আইএলআরের দায়িত্বে ছিলেন বি বর্মণ নামে এক জিএনএম৷ তাঁকেও শোকজ করা হয়েছে৷