Barak UpdatesBreaking News
গুরুনানক দেবের জন্মদিনে শিলচরে নগর কীর্তন
২০ নভেম্বর : শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকদেবের জন্মদিনকে সামনে রেখে মঙ্গলবার শিলচরে এক নগর কীর্তন বের করেন শিখ ধর্মাবলম্বীরা। শহরের এন এন দত্ত রোড থেকে বেরিয়ে এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে পৌছে রাঙ্গিরখাড়ি। সেখান থেকে নগর কীর্তন এসে পুনরায় শেষ হয় গুরু দোয়ারায়। গুরুনানক দেবের জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো শিলচরে এই নগর কীর্তন বের করা হয়। বহু শিখ ধর্মাবলম্বীরা এই পরিক্রমায় সামিল ছিলেন। প্রসঙ্গত, আগামী ২৩ নভেম্বর গুরুনানক দেবের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ দিন নগর কীর্তনে অংশ নিয়ে জনৈক ভক্ত বলেছেন, গুরুনানক দেব সবসময় একতার মন্ত্র উচ্চারণ করেছেন। তিনি সব ধর্মের মানুষকে কাছে টেনে নিয়েছিলেন। এই বার্তাই এ বার ৪৪৯ তম জন্মদিনে তাঁরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চান।