Barak UpdatesHappeningsBreaking News

মিজোরাম থেকে পালিয়ে এসে কাছাড়ে ধৃত ৩ রোহিঙ্গা যুবতী

ফের তুলে দেওয়া হল ভাইরেংটি পুলিশের হাতে

৭ ডিসেম্বর: মিজোরাম থেকে পালিয়ে এসে কাছাড়ে ধরা পড়ল তিন রোহিঙ্গা যুবতী৷ সোমবার তাদের ফের ভাইরেংটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন তোয়াবা ইসলাম, আতারিজা আহমেদ ও সেনিউয়ারা৷ তাদের কাছাড়ের ধলাইখাল এলাকায় ঘুরতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়৷ তারাই পুলিশে খবর দেন৷ রবিবার তিন তরুণীকে থানায় ধরে আনা হয়৷ তাদের সঙ্গে আটক করা হয় সেলিমুদ্দিন নামে এক যুবককেও৷ তার বাড়ি কাছাড়ের লায়লাপুরে৷

ধৃতদের বক্তব্য, তাদের বাড়ি মায়ানমারের রাখাইন প্রদেশে৷ অনেকদিন ধরে ছিলেন বাংলাদেশের শরণার্থী শিবিরে৷ গত বছরের ১৯ এপ্রিল সেখানকার বাজার থেকে দুষ্কৃতীরা তাদের অপহরণ করে৷ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে তাদের নিয়ে আসে শিলচরে৷ সেখান থেকে মিজোরামে পাঠানোর পথে গত বছরের ২৫ এপ্রিল ভাইরেংটিতে পুলিশ তাদের ধরে ফেলে৷ আদালতের নির্দেশে পাঠানো হয় ভাইরেংটির এক ডিটেনশন সেন্টারে৷ দেড় বছর ধরে তারা সেখানেই ছিলেন৷ শনিবার সুযোগ পেয়ে সেলিমুদ্দিনের সাহায্যে পালিয়ে আসেন৷

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানান, মিজোরাম পুলিশ আগেই তাদের তিন তরুণীর পালানোর কথা জানিয়ে রেখেছিল৷ তাই সোমবার তাদের মিজোরাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker