Barak UpdatesHappeningsBreaking News
কালাইন দুর্ঘটনায় নিহতরা সবাই বিএসসি প্রথম বর্ষের ছাত্রAll 5 killed in accident at Kalain are B.Sc 1st Sem students of NC College, Badarpur
২ ডিসেম্বরঃ কালাইনের লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ছাত্রই এ বার উচ্চ মাধ্যমিক পাশ করেছে। পরে ভর্তি হয় বদরপুর নবীনচন্দ্র কলেজে। সবাই বিএসসি প্রথম বর্ষের পড়ুয়া। তাদের মধ্যে আরিফ আনসারি লস্কর ও গোবিন্দ বৈষ্ণব গুমড়ার বাসিন্দা। মনজুর আহমেদ ও সলমন আলমের বাড়ি কালাইনে।জাফর আহমদ জালালপুরের মেধাবী ছাত্র।
এনসি কলেজের অধ্যক্ষ মোর্তজা হোসেন চৌধুরী বলেন, পাঁচজনই খুব ভাল ছেলে ছিল। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজ খুলতেই এরা নিয়মিত ক্লাশ করছিল। মর্নিং শিফটে সময়মত ক্লাশে ঢুকত, বেলা একটায় ক্লাশ সেরে বেরিয়ে যেত। তিনি বলেন, পাঁচ ছাত্রের মৃত্যুর ঘটনায় শোক জানানোর ভাষা নেই।
এ দিকে, ঘাতক লরিচালক দুর্ঘটনার পরই গাড়ি রেখে পালায়৷ তাকে গ্রেফতারের দাবিতে এবং ঘনঘন দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে হাজার হাজার জনতা রাস্তায় নেমেছেন৷ সড়ক অবরোধের দরুন দুইদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়েছে৷ দুর্ঘটনার ৬ ঘণ্টা পরে বিধায়ক অমরচাঁদ জৈন সেখানে পৌঁছালে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ তাঁরা বিধায়কের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন৷ পরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁকে তাঁর দেহরক্ষী কোনওক্রমে সেখান থেকে বের করে নিয়ে যান৷