India & World UpdatesHappeningsBreaking News
করোনা পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার কেন্দ্রের আহ্বানে সর্বদলীয় বৈঠক
করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্র আগামী ৪ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছে। লোকসভা ও রাজ্যসভার সব দলের নেতা-নেত্রীদের ওই বৈঠকে ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাতে উপস্থিত থাকবেন। যোগ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।
কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে এটি কেন্দ্রের আহূত দ্বিতীয় সর্বদলীয় বৈঠক।ইতিমধ্যে সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে সব দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এখন দেশে কোভিড সংক্রমণের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এ বার মূলত টিকার ব্যবস্থাপনা নিয়েই আলোচনা হতে পারে। কিছু দিন আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে টিকা আসলে দ্রুত সাধারণকে প্রয়োগের বন্দোবস্ত করে রাখার কথা বলেছেন। পাশাপাশি শনিবার তিনটি টিকা প্রস্তুতকারী সংস্থার কার্যালয় ও উৎপাদন ইউনিট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। সোমবার ভার্চুয়াল বৈঠক সেরেছেন অন্য তিনটি সংস্থার সঙ্গে। এই প্রেক্ষিতেই রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, শুক্রবারের বৈঠকের মূল অ্যাজেন্ডা হতে চলেছে কোভিড টিকা।