Barak UpdatesHappeningsBreaking News
করোনায় আক্রান্ত হয়ে মৃত ৪ মাসের শিশু, ৮০ বছরের বৃদ্ধCachar registered 2 more deaths in last 24 hours
৩০ অক্টোবরঃ করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কাছাড় জেলায় ২ জনের মৃত্যু হয়েছে৷ একজন ৮০ বছরের বৃদ্ধ, মালুগ্রাম মেলা রোডের প্রাণেশ দেবরায়৷ তিনি গ্রিন হিলস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ বৃহস্পতিবার রাতে সেখানেই প্রাণ হারান৷ ডেথ অডিট বোর্ড অবশ্য নন-কোভিড ডেথ বলে জানিয়েছে৷ তবে করোনায় আক্রান্ত ছিলেন বলে কোভিড প্রটোকল মেনেই তাঁর অন্ত্যেষ্টি করতে বলে দিয়েছে৷
গত ২৪ ঘণ্টায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে৷ উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, মারা গিয়েছে চার মাসের এক শিশু৷ তার নাম দীপিকা রাজপুত৷ বাড়ি জয়পুরে৷ বৃহস্পতিবার ভোরে তাকে মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল৷ রাত পৌনে ৮টায় শেষনিঃশ্বাস ত্যাগ করে৷
শিলচর মেডিক্যালে এ নিয়ে ১৭৩ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ৬৩ জনের করোনাতেই মৃত্যু হয়েছে বলে ডেথ অডিট বোর্ডের স্বীকৃতি মিলেছে৷ ডা. গুপ্ত জানান, এ দিন জন মেডিক্যাল কলেজে ২৭৩ জনের আরটিপিসিআর টেস্ট হয়৷ তার মধ্যে ৫ জন পজিটিভ হয়েছেন৷ রেপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৪৫৪ জনের৷ ৩ জনকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৬ জন মেডিক্যালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন৷ ছাড়া পেয়েছেন ১ জন৷ এই সময়ে মেডিক্যালে চিকিৎসাধীন ৪৫ জন৷ তাঁদের মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন৷