India & World UpdatesHappenings
লাদাখ স্বশাসিত পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজেপি
২৬ অক্টোবরঃ লাদাখ স্বশাসিত পরিষদ নির্বাচনে গেরুয়া বাহিনীর জয়জয়কার। ২৬ আসনের পরিষদে বিজেপি জিতেছে ১৫ আসনে। কংগ্রেস জিতেছে ৯টি আসন। বাকি দুই আসনে বিজয়ী হয়েছেন দুই নির্দল প্রার্থী। ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি এ বার প্রার্থী দেয়নি। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। লাদাখের স্বশাসিত পরিষদ অবশ্য আগেই বিজেপির দখলে ছিল।