Barak UpdatesHappeningsBreaking News

ওয়েটুবরাক পুজো লাইভে মিশনের অঞ্জলি সকাল ১০টায়

২৩ অক্টোবর: মহাপঞ্চমী থেকে ওয়েটুবরাক পুজোলাইভ করছে, “পুজো দেখুন, হেঁটে নয় নেটে৷” মহাসপ্তমীতে দিনেরাতে বিভিন্ন জেলা, এমনকি ত্রিপুরা, পশ্চিমবঙ্গের দুর্গোৎসবও সরাসরি প্রদর্শনের আয়োজন করা হয়েছে৷ কথাবার্তা চলছে বাংলাদেশের ঘনিষ্ঠজনদের সঙ্গেও৷ শুক্রবার মহাসপ্তমীর লাইভ শুরু হবে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম থেকে৷ সকাল ঠিক ১০টায় মিশনের এবারের অঞ্জলি প্রদান ফেসবুক লাইভ করা হবে৷ মিশন থেকে ওয়েটুবরাক প্রতিনিধি অরিত্র ধর দেখাবেন সেখানকার দৃশ্যাবলী, স্টুডিওতে বিশেষজ্ঞ হিসাবে থাকবেন রাধামাধব কলেজের ইতিহাসের বিভাগীয় প্রধান সুদর্শন গুপ্ত৷ প্রসঙ্গত, অরিত্র ওরফে বাবাই আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক৷ দুপুরে প্রদর্শিত হবে করিমগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপের দৃশ্য৷  রাতে দেখানো হবে শিলচরের বিশেষ কয়েকটি পূজামণ্ডপ, আরতি, দর্শনার্থীদের৷ শুধু ফেসবুকে গিয়ে লিখতে হবে way2barak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker