NE UpdatesAnalyticsBreaking News
ভাড়া বাড়ানো হবে না, সাফ জানালেন মন্ত্রী পাটোয়ারি
৬ অক্টোবর : সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য চাকা বনধ কর্মসূচি। এরই মধ্যে মঙ্গলবার রাজ্যের পরিবহণ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়ে দিলেন, যাত্রীবাহী বাস কিংবা অন্য গাড়ির ভাড়া এখনই বাড়ানো হবে না। এ দিন রাজ্যের পরিবহণ মন্ত্ৰী পাটোয়ারির সঙ্গে দাবি-দাওয়া নিয়ে আলোচনার টেবিলে বসেছিল সারা অসম মোটর ট্ৰান্সপোৰ্ট অ্যাসোসিয়েশনের এক প্ৰতিনিধি দল। তবে এই আলোচনায় কোনও ইতিবাচক ফল হয়নি।
করোনা পরিস্থিতিতে গত আট মাসে সাধারণ মানুষ প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আপাতত বাস ভাড়া বাড়ানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্ৰী। তবে বিষয়টি নিয়ে ১৫ দিন পর আবার বৈঠকে বসবেন তিনি। তখন আলাপ আলোচনার মাধ্যমে সমাধানসূত্ৰ বের করার আশ্বাস দিয়েছেন মন্ত্ৰী চন্দ্ৰমোহন।
এদিকে, মোটর ট্ৰান্সপোৰ্ট অ্যাসোসিয়েশনের প্ৰতিনিধিদের বক্তব্য, লকডাউনের ফলে গত কয়েক মাসে চরম আর্থিক সংকটে মধ্যে পড়তে হয়েছে বাস মালিক, চালক, কনডাক্টর এবং খালাসিদের। তাছাড়া ৫০ শতাংশ যাত্ৰী নিয়ে বাস চালিয়ে তাঁরা ঠিকমতো পুষিয়ে উঠতে পারছেন না বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সারা রাজ্যে ৬৫০টি বাস চালাচ্ছে আসাম রাজ্য পরিবহণ নিগম।
প্রসঙ্গত, সারা অসম মোটর ট্ৰান্সপোৰ্ট অ্যাসোসিয়েশনের ডাকে সোমবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের চাকা বনধ কর্মসূচির ফলে সাধারণ মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। রাস্তায় যানবাহন চলাচল না করার ফলে অফিস বা অন্যত্র যেতে মানুষ হয়রানির মুখে পড়েছেন। তবে বরাক উপত্যকায় সোমবার একদিনের জন্য চাকা বনধ কর্মসূচি থাকায় মঙ্গলবার ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।