NE UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার থেকে কামাখ্যা মন্দির খুলছে, লাগবে অনলাইন পাস
২১ সেপ্টেম্বর: কামাখ্যা মন্দির ২৪ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে৷ সোমবার রাজ্য সরকারের বিবৃতিতে এইকথা জানানো হয়েছে৷ প্রশাসন জানিয়েছে, মন্দির খুললেও দিনে সর্বাধিক ৫০০ ভক্ত কামাখ্যায় ঢুকতে পারবেন৷ আগাম অনলাইন পাসের ব্যবস্থা করবে মন্দির কমিটি। অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট। ৬৫ বছরের বেশি ও ১০ বছরের নীচের কাউকে ঢুকতে দেওয়া হবে না।
মন্দিদের বাইরে দুই দফায় ভক্তদের দাঁড় করানো ও পরীক্ষা করানো হবে। মন্দিরের ভিতরে কেউ ১৫ মিনিটের বেশি থাকতে পারবেন না। মন্দিরে ঢোকার আগে রেপিড অ্যান্টিজেন টেস্ট হবে। ফল নেগেটিভ হলে তবেই ঢোকা যাবে। পর্যাপ্ত স্যানিটাইজ়ার ও থার্মাল স্ক্যানার থাকবে। গোটা চত্বর ও ভক্ত সমাগমস্থল নিয়ম করে স্যানিটাইজ় করতে হবে মন্দির কর্তৃপক্ষকে।
গাড়ি রাখা যাবে নির্দিষ্ট পার্কিং এলাকা পর্যন্ত। বলা হয়েছে, কামাখ্যা মন্দির চত্বরে সব ধরণের হোম স্টে আপাতত বন্ধ থাকছে।