Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যাল কলেজকে ওয়েটমেশিন, পালস অক্সিমিটার দিল এনএমও
১৭ সেপ্টেম্বরঃ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালকে একটি ওয়েটমেশিন ও একটি পালস অক্সিমিটার দান করল ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এনএমও)। মূলত প্লাজমা ব্যাঙ্কের জন্যই এই দুটি জিনিস কিনে দেয় ডাক্তারদের সংগঠনটি। বৃহস্পতিবার রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে মেডিক্যাল কলেজের পক্ষ থেকে রোগী ও তাদের অ্যাটেন্ডেন্টদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সেখানেই এনএমও মেডিক্যালের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়ার হাতে এই সামগ্রীগুলি তুলে দেন। সুপার ডা. অভিজিত স্বামী, ডেপুটি সুপার ডা. প্রসেনজিত ঘোষ, ডা. ঋতুরাগ ঠাকুরিয়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এনএমও -র পক্ষে ছিলেন ডা. অমিত কালোয়ার, ডা. রঞ্জনা ধর, সোনা গুপ্তা ও টুম্পা রায়।