Barak UpdatesCultureBreaking News
বরাকের লোক সঙ্গীতশিল্পী হীরালাল ভৌমিক প্রয়াত
১৫ আগস্ট : বরাক উপত্যকার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হীরালাল ভৌমিক শনিবার প্রয়াত হয়েছেন। এ দিন দুপুর ১২টা ২০ মিনিটে তিনি শিলচর শিবকলোনির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেছেন স্ত্রী, ২ মেয়ে ও আত্মীয়স্বজন সহ বহু গুণমুগ্ধকে। গত কিছুদিন থেকেই তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। লকডাউন শুরু হওয়ার প্রথম দিকে লাঠি ভর দিয়ে চলাচল করলেও প্রায় এক মাস থেকে তিনি একেবারেই শয্যাশায়ী ছিলেন।
প্রয়াত হীরালাল ভৌমিক গরিব পরিবারের ছিলেন। কীর্তন গান দিয়ে তিনি শুরু করেছিলেন। নিজে বহু গান লিখেছেন, সুর করেছেন, এমনকি গেয়েছেনও। একটা সময় কীর্তনের দল নিয়ে তিনি বাড়ি বাড়ি ঘুরে অনুষ্ঠান করেছেন। আর্থিক শত বাধার মধ্যেও গানকে তিনি ছেড়ে দেননি। একেবারে শেষ জীবন পর্যন্ত তা চালিয়ে গেছেন। তাছাড়া বরাকের প্রত্যন্ত এলাকা ঘুরেও তিনি গানের রসদ সংগ্রহ করেছেন। তাঁর এক চোখ অকেজো থাকলেও এ নিয়েই তিনি বাধা বিপত্তির মধ্যে চলেছেন। বরাকের বিভিন্ন স্থানে বহু লোকসঙ্গীতের শিল্পী তাঁর কাছে তালিম নিয়েছেন। হীরালাল ভৌমিক গত ৪ বছর ধরে আসাম সরকারের শিল্পী পেনশন পেয়ে যাচ্ছেন। তিনি আকাশবাণীর নিয়মিত শিল্পী ছিলেন।
এ দিকে, শনিবার বিকেলে শিলচর শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। করোনা সংক্রমণের কারণে খুব কম সংখ্যক শিল্পীই এ দিন তাঁর শেষযাত্রায় অংশ নেন। ছিলেন ভাস্কর দাস, বিধান লস্কর, সুজিত কুমার দাসের মতো শিল্পীরা। এ দিন প্রয়াতের সম্পর্কে বলতে গিয়ে ভাস্কর দাস জানান, নিতান্ত গরিব পরিবারের সদস্য হওয়ায় তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের দায়িত্ব শিলচরের শিল্পীদেরই নিতে হবে। তিনি শহরের শিল্পীসমাজকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।