India & World UpdatesHappeningsBreaking News
বিমান দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লক্ষ ক্ষতিপূরণ দেবে কেন্দ্র
৮ আগস্ট ঃ শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এছাড়া গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয়। কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে সন্ধে ৭.৪০ মিনিট নাগাদ অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি। ফ্লাইট ট্র্যাকারে ধরা পড়েছে, দু’বার রানওয়েতে নামার চেষ্টা করে ব্যর্থ হন পাইলট। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরীও সেকথা স্বীকার করেছেন।