Barak UpdatesHappenings
আহত পুলিশ কর্মীদের জন্য দুই মহিলা সহ হাইলাকান্দিতে রক্ত দিলেন ২২ জন
ওয়েটুবরাক, ২৭ জুলাই : গত সোমবার আসাম-মিজোরাম সীমান্ত এলাকায় যেসব পুলিশ কর্মী আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের জীবন বাঁচাতে হাইলাকান্দির যুব সমাজও রক্তদানে এগিয়ে আসেন। আজ মঙ্গলবার হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক নিদর্শন গড়ে তুলেন এখানকার যুবক যুবতীরা৷
এদিন শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের এক প্রতিনিধি দল হাইলাকান্দি এস কে রায় হাসপাতালে পাঠান। তারপর সামাজিক মাধ্যমে রক্ত দান করার বার্তা ছড়িয়ে দিলে বিকেল পাঁচটা পর্যন্ত দফায় দফায় রক্তদান হয় বলে জানান হাইলাকান্দি ব্লাড ব্যাঙ্কের কর্মী শাহ আলম বড়ভূইয়া। এদিন হাইলাকান্দি রোটারি ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী ও তাঁর সহধর্মিনী তথা ক্লাবের সম্পাদক বিজয়িনী ভট্টাচার্য ব্লাড ব্যাঙ্কে উপস্থিত হয়ে রক্তদান করেন। এছাড়াও এদিন সর্বাধিক ১৭ জন রক্তদান করেন হিন্দু রক্ষী দলের আহ্বানে। এর মধ্যে প্রথম বারের মত রক্ত দান করেন কলেজ ছাত্রী তমন্না সিনহা। হিন্দু রক্ষী দলের জেলা সম্পাদক মিষ্টু নাথ জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে বরাবর রক্ত দান করা হয়। কিন্তু এই রক্তদানের ব্যাপারটা আলাদা। তাছাড়া এদিন অতিরিক্ত জেলাশাসক দীপমালা গোয়ালাও তাদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন। কালীনগর স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের এক কর্মচারী এবং আলগাপুর গ্রিনল্যান্ড সোসাইটির এক কর্মচারী সহ মোট ২২ জন রক্তদান করেন। এরমধ্যে ১৫ ইউনিট রক্ত শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় বলে হাইলাকান্দি ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গেছে।