Barak UpdatesHappenings
ডিএনএনকে স্কুলের শতবর্ষে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা
১ আগস্ট ঃ শিলচরের ঐতিহ্যমণ্ডিত দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বর্ষব্যাপী অনুষ্ঠান শনিবার শিলচরে শুরু হয়েছে। করোনা ভাইরাস মহামারির মধ্যেই জেলা প্রশাসনের অনুমতিক্রমে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ দিন অনুষ্ঠানের শুরুতে শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শান্তনু নায়েক, স্কুলের অধ্যক্ষ পরিতোষ দে প্রমুখ। এরপর বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন পরিচালন সভাপতি শান্তনু নায়েক।
এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ দিনের অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি বক্তব্যে বলেন, মহামারির জন্য এই আনন্দঘন অনুষ্ঠান বড় পরিসরে আয়োজন করা সম্ভব হচ্ছে না। এজন্য স্কুলের পড়ুয়াদের আনন্দে ভাটা পড়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। কারণ এই অনুষ্ঠানের জন্য অনেকদিন থেকে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। অধ্যক্ষ পরিতোষ দে স্কুলের ইতিহাস তুলে ধরার পাশাপাশি বছরব্যাপী আয়োজনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সভাপতির ভাষণে শান্তনু নায়েক বছরব্যাপী এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালন সমিতির সহ-সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, রত্নাঙ্কুর ভট্টাচার্য, বিজয় নাথ প্রমুখ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ দেবনাথ।