Barak UpdatesHappeningsBreaking News
সেপ্টেম্বরে সশরীরে পরীক্ষা? আসাম বিশ্ববিদ্যালয়ের সমালোচনা
২৮ জুলাই: ভারত সহ গোটা বিশ্ব করোনার সঙ্গে লড়াইয়ে ব্যস্ত আর আসাম বিশ্ববিদ্যালয় ব্যস্ত পরীক্ষা নেওয়ার ব্যাপারে৷ এই মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র পল্লব দে সমালোচনায় মুখর হয়েছেন৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন৷ আর এর দরুন ছাত্রছাত্রীদের মানসিক চাপে ভুগতে হচ্ছে ।
তিনি বলেন, আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার সুবাদে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা এখানে অধ্যয়ন করতে আসেন৷ তাদের আগামী সেপ্টেম্বর মাসে সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়া অসম্ভব৷
বিশ্ববিদ্যালয় ডিনদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল, অন্তিম বর্ষের পড়ুয়াদের জন্য অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্টের উপর ভিত্তি করে তাদের চলতি সেমিস্টারের মান নির্ণয় করা হবে। আবার কয়েকদিন পর নোটিফিকেশন বের করে, কলেজ এবং ইউনিভার্সিটির অন্তিম বর্ষের ছাত্রদের সশরীরে উপস্থিতি হয়ে সেপ্টেম্বর মাসে পরীক্ষায় বসতে হবে।
এই বিষয়ে সংস্থার তরফ থেকে উপাচার্যের কাছে স্মারকপত্র প্রদান করেও কোনো সদুত্তর মিলেনি বলে জানান পল্লব৷ তাঁর কথায়, বিভিন্ন রাজ্য থেকে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিতে এলে বরাক একটা করোনার হটস্পট হয়ে দাঁড়াবে৷ এ ছাড়া, এই সময়ে পরীক্ষার্থীরা এলে তাদের ভাড়াঘরে থাকতে দেওয়া হবে কিনা, এও এক প্রশ্ন৷
মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে পল্লবের সঙ্গে ছিলেন জুয়েল মোহাম্মদ, সুরজ দাশ, হিমানিশ চক্রবর্তী, বিশাল চন্দ প্রমুখ৷