Barak UpdatesHappeningsBreaking News

শুক্রবার কাছাড়ে করোনায় আক্রান্ত ৯৪
Another 94 tests +ve in Cachar on Friday

২৪ জুলাইঃ কাছাড় জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শুক্রবার মোট ৯৪ জনের শরীরে সংক্রমণের কথা সরকারি সূত্রে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের  ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী বলেন, সবাইকে বিভিন্ন কোভিড ওয়ার্ডে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এ দিনের আক্রান্তদের মধ্যে পুলিশ সুপারের  অফিসের ৪ জন কর্মী রয়েছেন৷ পজিটিভ তালিকায় আছেন গোলদীঘি মলের কয়েকজন নিরাপত্তা রক্ষীও৷ এর চেয়ে উদ্বেগের কথা, শিলচর মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসা বিভাগেও রোগ সংক্রমণ ধরা পড়েছে৷ কয়েকজন প্রসূতির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে৷ এখনও বিভাগীয় তরফে এর বেশি কিছু জানানো হয়নি৷ অতিরিক্ত তথ্য এলে সঙ্গে সঙ্গে তা প্রকাশ করা হবে৷

After the declaration of 4 slots and Rapid Antigen Test report, 94 more persons were detected as COVID-19 positive in Cachar district on Friday. Out of the 94 positive cases, 4 employees of the office of Superintendent of Police, Cachar were tested positive. A few others were found positive through contact tracing. Again, some patients of the Gynaeocology Ward of Silchar Medical College & Hospital (SMCH) were also infected by coronavirus on Friday. Further, 2 security guards of Silchar Goldighi Mall were found coronavirus positive. This was disclosed by Suman Choudhury, District Media Expert on Friday night.

The District Media Expert further stated that there were some symptomatic cases which were detected on Friday. All symptomatic patients were admitted at SMCH, while the rest were sent to Palonghat Model Hospital, Cibitabichia Model Hospital, SM Dev Civil Hospital and Foreigners’ Tribunal at Rongpur.

Other details were not shared as of now by the concerned official. We would update the details as and when new information will be provided.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker