Barak UpdatesHappeningsBreaking News
বাড়িতে থাকতে চাইছেন পিসি শর্মাDr.PC Sharma willing to stay at home
22 জুলাইঃ পজিটিভ হওয়ায় হৃদরোগ বিশেষজ্ঞ পিসি শর্মা এই সময়ে শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে রয়েছেন। তবে তিনি নিজের আবাসনে থেকে চিকিতসার জন্য জেলা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন। কথা বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। পজিটিভ হয়েও বাড়িতে থাকার জন্য আসাম সরকার যে সব শর্ত দিয়েছেন, এর কোনওটা মেনে চলাই ডা. শর্মার কাছে সমস্যা নয়। তিনি নিজেই ডাক্তার, গাড়ি আছে, অক্সিমিটারও রয়েছে। শুধু আশঙ্কা ছিল, মেহেরপুরে তাঁর আবাসন সমিতি যদি তাতে সায় না জানাত। জানা গিয়েছে, তাও তিনি আদায় করে নিয়েছেন।
সমস্ত শর্ত মানার প্রেক্ষিতে তাঁর আর্জি কাছাড় জেলা প্রশাসন মেনে নিলে এবং তিনি পজিটিভ হিসেবেই কোভিড ওয়ার্ড থেকে নিজের আবাসনে গিয়ে উঠলে তিনিই হবেন কাছাড় জেলার প্রথম করোনা আক্রান্ত, যিনি বাড়িতে থেকে চিকিতসা করাবেন। এর আগে করিমগঞ্জে ড. সব্যসাচী রায় এবং হাইলাকান্দিতে অতিরিক্ত জেলাশাসক রণদীপ দাম কোভিড ওয়ার্ডে না গিয়ে করোনার চিকিতসা করিয়ে যাচ্ছেন।