Barak UpdatesHappeningsBreaking News
ঋতুস্রাব আলোচনা : ‘জননী’-র উদ্যোগে দুস্থদের মধ্যে ন্যাপকিন-শাড়ি বিতরণ
২৩ জুন: মেয়েরা ছোট থেকেই রান্নাবাটি খেলে৷ সেই খেলা যে কখন বাস্তবজীবনে এসে পড়ে, তা বোঝা যায় না। আর ওই কড়াই-খুন্তি ঘাটতে ঘাটতে কখন যে শুরু হয় ঋতুস্রাবের যন্ত্রণা! নানা রকমের শারীরিক যন্ত্রণা হয় তখন, নিজেকে ঘিরে নানা প্রশ্নের উত্তর জানতে কৌতূহলও জন্মায়৷ কিন্তু না, সেই যন্ত্রণা যে কাউকে বলতে বারণ!
এনজিও ‘জননী’ এ নিয়েই সচেতনতা সভা করে প্রত্যন্ত অঞ্চলে৷ কিশোরীদের বুঝিয়ে বলে, ঋতুস্রাব প্রকৃতিপ্রদত্ত৷ প্রতিটি নারীর জীবনের অঙ্গ৷ এতে আবার লজ্জার কী! এ নিয়ে অন্যকে বলা বা এ সম্পর্কে জানতে চাওয়া মোটেও দোষের নয়৷
এই কথাগুলো বলতেই সোমবার তারা থাইলু বাগানে এক সচেতনতা সভার আয়োজন করে৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা ও গুরুচরণ কলেজের ইংরেজি শিক্ষক অর্জুন চৌধুরী৷ তাঁদের সামনে রেখেই ‘জননী’ ১০০ মহিলার হাতে তুলে দেয় স্যানিটারি ন্যাপকিন ও শাড়ি৷