Barak UpdatesHappeningsCulture

কোলাজ ভিডিওতে স্বর্ণজ্যোতি ফাউন্ডেশনের নজরুল জয়ন্তী

২৫ মে: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  জন্মজয়ন্তী উপলক্ষে ১৫ জন শিল্পীদের নিয়ে সংক্ষিপ্ত এক ভিডিওর মাধ্যমে গান-নাচ-অঙ্কন ও আবৃত্তির অঞ্জলি নিবেদন করল স্বর্ণজ্যোতি ফাউন্ডেশন৷ ইউটিউব অ্যাপের ওপর নিজস্ব চ্যানেলে “বন্দি তোমায় হে বিদ্রোহী” নামে কোলাজ ভিডিওটি তৈরি করে এরা৷ মহামারীর দরুন গৃহবন্দি থেকে ভিন্ন স্বাদের শ্রদ্ধার্ঘ দেবার চেষ্টা করল এই সংস্থা।

https://youtu.be/n8GHWANq5YY এই লিংকে গিয়ে দেখা যায় ভিডিওটি। সঞ্চালনা করেন স্বর্ণালী ভট্টাচার্য, জয়দীপ চৌধুরী, সোমদীপ্ত চক্রবর্তী ও ত্রিদীপ ভট্টাচার্য৷ ভিডিও এডিটিঙে ছিলেন শুভঙ্কর চক্রবর্তী৷ তাছাড়া সংস্থার ফেসবুক পেজে সন্ধ্যায় কিছু শিল্পী তাদের শিল্পের দ্বারা শ্রদ্ধা জানান কবিকে৷  ছিলেন এ অঞ্চলের বিশিষ্ট শিল্পী মেঘরাজ চক্রবর্তী, বৈশালী চক্রবর্তী, সমর্পিতা ভট্টাচার্য, অমিতা পাল, অন্বেষা রায়, বিশ্বরূপ দেবরায়, অনামিকা মল্লিক, তনয়া ভট্টাচার্য, স্বর্ণালী ভট্টাচার্য প্রমুখ৷ ডিমাপুর থেকে পূজা দাস পাল , ধেমাজি থেকে রাজভী ভট্টাচার্য্যও তখন ভাগ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker