NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আরও ৮ জন করোনায় সংক্রমিত! ভুয়ো টুইট8 more bus passengers infected with corona: FAKE
১১ মেঃ এ নিয়েও মজা-স্ফূর্তি! করোনা ধরা পড়ার টুইটের নামে তামাশা! সোমবার এমনই কাণ্ড ঘটল সোশ্যাল মিডিয়ায়! সকাল থেকে একটি টুইট হোয়াটস অ্যাপে গ্রুপে ্গ্রুপে ছড়িয়ে পড়ে। তাতে লেখা রয়েছে,আরও ৮জনের দেহে করোনাভাইরাসের স্ংক্রমণ ধরা পড়েছে। তাও আজমির ফেরত যাত্রীদের মধ্যেই। শুধু দুই-চার লাইন লেখাই নয়, এও আবার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুরনো টুইটকে এডিট করে সংখ্যাগুলি বদলে দেওয়া হয়েছে। ফলে বিশ্বাস না করার প্রশ্নও ওঠে না।
শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় জানান, এ পুরো ভুয়ো টুইট। নতুন করে দুইদিনে কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি। এ দিন সকাল থেকে আজমির ফেরত সকলের দ্বিতীয় দফায় লালারস সংগ্রহ করা হয়েছে। চলছে পরীক্ষাও। রিপোর্ট সন্ধ্যার পরেই মিলবে।তিনি আশা করছেন, শুরুতে যে রকম আশঙ্কা করা হয়েছিল, তেমন কিছু ঘটবে না। প্রাতিষ্ঠানিক কোয়রান্টাইনে থাকাদের কারও দেহে সংক্রমণ না ঘটারই সম্ভাবনা।
ভুয়ো টুইট দেখে তিনিও বিস্মিত হন। প্রশ্ন করেন, এই সময়ে কোনও মানুষ এমন তামাশা করতে পারে! ভুয়ো টুইট বলে নিশ্চিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতেই নিন্দা, সমালোচনা চলছে! অনেকেরই মন্তব্য, করোনা ধরা পড়ার ভুয়ো টুইট যে করতে পারে, ও মানুষই নয়।
Fact Check by way2barak revealed that no such message was tweeted by Himanta Biswa Sarma. In reality, it is the handiwork of some miscreants. Someone has edited the digits in an old tweet by the minister and has circulated it in social media. The same was confirmed by Silchar MP Rajdeep Roy. While speaking to way2barak, Rajdeep Roy said, “This is totally a fake message and I urge upon all not to believe it.”
He further expressed dissatisfaction at this matter and said, “How can one even imagine of making fun with such a serious incident?” He again urged upon all to refrain from such illegal activities or else as per law action will be initiated against persons for involving in creating panic among the people by such fake messages.