India & World UpdatesBreaking News
মোদির গঠিত তহবিলে সঞ্চয়ের ২৫ হাজার দিলেন মা হীরা বেন
৩১ মার্চ: ‘ পিএম কেয়ারস’ তহবিলে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রীর মা হীরা বেন। করোনা মোকাবিলায় গঠিত এই তহবিলে মঙ্গলবার ২৫ হাজার টাকা দান করেন তিনি। প্রধানমন্ত্রী নিজেই এই বিশেষ তহবিল গঠন করেছেন। এতে সাধ্যমতো অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর এই ডাকে সাড়া দিলেন প্রধানমন্ত্রীর ৯৮ বছরের বৃদ্ধা মা। এমনকী মোদির আবেদন অনুযায়ী ২২ মার্চ জনতা কার্ফুর বিকেলে স্বাস্থ্য ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানাতে ঘরের বারান্দায় বসে থালাও বাজিয়েছেন হীরা বেন।
এদিকে, ‘পিএম কেয়ারস’ নামের তহবিল নিয়ে প্রশ্ন ছিল একাংশের। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল তো এমনিই আছে। তাতে মজুত রয়েছে ৩ হাজার ৮০০ কোটি টাকা। তাহলে এখন আবার নতুন তহবিলের কী প্রয়োজন? তবে, প্রধানমন্ত্রী অবশ্য এ ব্যাপারে আগেই জানিয়েছিলেন। মোদির বক্তব্য ছিল, এই তহবিল স্বাস্থ্য ক্ষেত্রের জন্য। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে এর ফারাক রয়েছে।
এ দিন, সেই তহবিলেই গুজরাটের রাইসিন গ্রামে থেকে নিজের সঞ্চয়ের ২৫ হাজার টাকা দিয়েছেন মোদির মা হীরা বেন। করোনা বিপর্যয়ের সময় বলা যায় ছাপ রেখেছেন অনুপ্রেরণার।