NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কোটা থেকে আসছে ৩৫১ ছাত্র, অন্যদেরও সুযোগ দেবে সরকার351 students from Kota are on their way back to Assam
২৪ এপ্রিলঃ রাজস্থানের কোটা থেকে ৩৫১ ছাত্র আসামে ফিরছে। তারা রবিবার সকালে গুয়াহাটিতে এসে পৌঁছাবে। আসাম পুলিশের ৮জনের একটি দল তাদের সঙ্গে রয়েছে। ফেরার পরে ছাত্র-পুলিশ সবাইকে ১৪ দিনের সরকারি কোয়ারান্টাইনে রাখা হবে। এতজনকে কোথায় রাখা হবে, সিদ্ধান্ত না হলেও স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বি্শ্ব শর্মা জানান, সরুসজাই ও শ্রীরামপুর দুই জায়গা নিয়েই ভাবা হচ্ছে।
তিনি বলেন, এরা নিজের খরচে আসছে। কোয়ারান্টাইনের শর্তও মেনে নিয়েছে। কোটাতেও এরা কোয়রান্টানেই ছিল। তাই সরকার তাদের বাড়িঘরে ফেরানোর কথায় সায় দিয়েছে। এর ওপর উ্ত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য কোটা থেকে ছাত্রদের ফিরিয়ে নেওয়ায় আসামের পড়ুয়ারা চাপে পড়ে যায়। টিনএজাররা কতটা চাপ আর সইতে পারবে! এই কথা ভেবেও সরকারকেও রাজি হতে হয়। একইভাবে দল বেঁধে নিজেদের খরচে অন্য কোনও জায়গা থেকেও যদি ছাত্ররা আসতে চায়, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হিমন্ত বিশ্ব জানিয়ে দেন।