India & World UpdatesHappeningsBreaking News
প্রয়াত আনন্দ সিং, বাবার শেষকৃত্যে যেতে পারবেন না যোগী আদিত্যনাথ
২০ এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিংহ বিস্ত (৮৯) সোমবার সকাল ১০টা ৪৪ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হয়েছেন। লিভার ও কিডনিতে সমস্যা থাকায় গত ১৩ মার্চ তাঁকে নয়াদিল্লির এইমস-এ ভর্তি করা হয়। কিন্তু তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকভাবে কাজ না করায় শারীরিক অবস্থার অবনতি হয়। প্রয়াত আনন্দ সিংহের শেষকৃত্য উত্তরাখণ্ডের পৈত্রিক গ্রাম পঞ্চুরে সম্পন্ন হবে।
যোগী আদিত্যনাথ তাঁর বাবার মৃত্যুতে শোক ব্যক্ত করে বলেছেন, উত্তর প্রদেশের করোনা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও লকডাউনের জন্য তিনি বাবাকে শেষ দেখা দেখতে পারবেন না। পরিবারের সদস্যদের অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই যাতে তাঁর বাবার শেষকৃত্য করা হয়। অন্যদিকে, এইমসে ভর্তি আনন্দ সিংহকে দেখার জন্য রবিবার রাতে সেখানে যান বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সংগঠন মহাসচিব বি এল সন্তোষ।
এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন তাঁর বাবার মৃত্যুসংবাদ পেয়েছেন, তখন তিনি করোনা বিষয়ে ১১ নম্বর দলের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়েন। কিন্তু তাসত্ত্বেও তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে যান। রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবও আনন্দ সিংহের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিংহ উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার যমকেশ্বরের পঞ্চুর গ্রামে বসবাস করতেন। তিনি বনবিভাগের রেঞ্জার ছিলেন। ১৯৯১ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। উল্লেখ্য, যোগী আদিত্যনাথের ছোটবেলার নাম ছিল অজয় সিংহ বিস্ত। তিনি ছোটবেলাতেই পরিবার ছেড়ে দেন এবং গোরক্ষনাথ মন্দিরের মোহন্ত এবং নাথ সম্প্রদায়ের সন্থ অভেদ্যনাথের কাছে চলে যান।