India & World UpdatesHappeningsBreaking News
৫৯ শতরানের সঙ্গে মিলিয়ে কোভিড ফান্ডে গাভাস্কার দিলেন ৫৯ লক্ষ59 centuries to his credit, Gavaskar donates 59 lakh to COVID fund
৮ এপ্রিল : নিজের সেঞ্চুরির সংখ্যার সঙ্গে মিলিয়ে করোনা তহবিলে অর্থদান করলেন লিটল মাস্টার। ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের কিংবদন্তি এই ওপেনার কোভিড-১৯ ত্রাণ তহবিলে ৫৯ লক্ষ টাকা দান করেছেন। তবে নিজের এই অর্থ সাহায্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানাননি সুনীল গাভাস্কার। তিনি বিষয়টি গোপনে রেখেছিলেন। অন্য এক ক্রিকেটারের ট্যুইট থেকে বিষয়টি সামনে আসে। ওই ক্রিকেটার ট্যুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাভাস্কার দিয়েছেন ৩৫ লক্ষ টাকা। আর মহারাষ্ট্র সরকারের কোভিড-১৯ ত্রাণ তহবিলে তিনি দিয়েছেন ২৪ লক্ষ টাকা।
সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কার ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন, ‘গত সপ্তাহে এই টাকা দেওয়া হয়েছে। দেশের হয়ে ৩৫টি শতরান করেছিলেন বলে ৩৫ লক্ষ টাকা। আর মুম্বইয়ের হয়ে ২৪টি শতরান করেছিলেন বলে ২৪ লক্ষ টাকা। সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। আমরা সবাই যেন নিরাপদে থাকি।’ লিটল মাস্টার ১২৫ টেস্টে ১০,১২২ রান করেছিলেন। এর মধ্যে শতরানের সংখ্যা ৩৪টি। আর ১০৮টি একদিনের ম্যাচে তাঁর ব্যাটে আসে ৩০৯২ রান। এর মধ্যে একটি শতরান রয়েছে। আর ৩৪৮ প্রথম শ্রেণির ম্যাচে ৮১ শতরান সহ ২৫,৮৩৪ রান করেছিলেন গাভাস্কার।