NE UpdatesIndia & World UpdatesBreaking News
Power Grid gives ₹ 200 crore to PM-CARES Fundপ্রধানমন্ত্রীর পাশে পাওয়ার গ্রিড, দিল ২০০ কোটি
৪ এপ্রিল: করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। পিএম কেয়ারস ফান্ডে ২০০ কোটি টাকার আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরা। ইতিমধ্যে ১৩০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে। বাকি ৭০ কোটি ২০২০-২১ অর্থবছরে প্রদান করা হবে। এক বিবৃতিতে একথা জানিয়েছেন শিলং গ্রিডের সিনিয়র জেনারেল ম্যানেজার এ কে বরঠাকুর।
তিনি জানান, কর্পোরেশনের কর্মচারীরা একদিনের বেতন দান করে দিয়েছেন পিএম কেয়ার্স ফান্ডে। তবে লকডাউনের সময় যে সব চুক্তিভিত্তিক কর্মীরা কাজে আসতে পারছেন না, তাঁদের বেতন কাটা হবে না।
তাছাড়া, উত্তর-পূর্বের বিভিন্ন কোয়রেন্টাইন ও আইসোলেশন সেন্টারে মাস্ক, স্যানিটাইজার সহ মেডিক্যাল সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে পাওয়ার গ্রিড। পরিকল্পনা রয়েছে লকডাউনে দুর্ভোগে পড়া দুঃস্থদের খাবার বন্টন করারও। বিবৃতিতে এমনটাও স্পষ্ট করেছেন ম্যানেজার এ কে বরঠাকুর।