India & World UpdatesAnalyticsBreaking News

No plan to extend lockdown as of now: Union Govt
আপাতত বাড়ছে না লকডাউনের সময়, জানাল কেন্দ্র

৩০ মার্চ : করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা এখনই কেন্দ্রের নেই। এ বিষয়ে যাবতীয় খবর ভুয়ো। সোমবার এমনটাই জানিয়ে দিল কেন্দ্র। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তাসত্ত্বেও কমানো যাচ্ছে না করোনা আক্রান্তের সংখ্যা। এ নিয়ে গুজব হচ্ছে, ২১ দিন লকডাউনের সময় শেষ হয়ে গেলে হয়তো ফের নতুন করে তা জারি করা হতে পারে। এ নিয়ে সংবাদ মাধ্যমেও শুরু হয়েছে চর্চা। তবে সে সবই উড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার।

এ দিন সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, ‘আমি এ ধরনের মিডিয়া রিপোর্ট দেখে অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।’ দেশে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৪ মার্চ, মঙ্গলবার থেকে দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা চলবে আগামী ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। তবে লকডাউনের বিধিনিষেধ সত্ত্বেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৪-এ। ইতিমধ্যেই এতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জোর জল্পনা, হয়তো লকডাউনের সময় বাড়ানো হতে পারে। তবে এ দিন সে সব জল্পনাই গুজব বলে দাবি করেছে মোদি সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker