India & World UpdatesHappeningsBreaking News

লকডাউনের পর আত্মঘাতী কলকাতার ২ বিএসএনএল কর্মী
2 BSNL employees commits suicide in Kolkata after lockdown

২৭ মার্চ: মঙ্গলবার লকডাউন ঘোষণার ঠিক পরেই দু’টি আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতা শহরতলিতে। দু’জনেই বিএসএনএল-এর ঠিকাকর্মী।

মঙ্গলবার নৈহাটিতে বিষ খেয়ে আত্মহত্যা করেন ৪৪ বছরের সুজয় ঘোষ। তিনি সন্তোষপুর টেলিফোন এক্সচেঞ্জে কাজ করতেন। তাঁর আত্মীয়, বিএসএনএলের আরেক ঠিকা কর্মী অপূর্ব ঘোষ বলেন, ‘‘গত ১৩ মাস ধরে আমরা নিয়মিত অফিসে যাচ্ছি। কিন্তু বেতন পাচ্ছি না।” সুজয়ের দুই শিশুসন্তান। স্ত্রী ছাড়াও রয়েছেন বৃদ্ধা মা। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। একদিকে বেতন পাচ্ছিলেন না। তার উপর লকডাউন ঘোষণার পর সংসার চলবে কীভাবে তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। অপূর্বের দাবি, এই সব কারণেই আত্মঘাতী হয়েছেন সুজয়।

বুধবার আত্মহত্যা করেছেন বারাসতের অনুকূল রায়। বছর ৪২-এর অনুকূলও এক বছর ধরে বেতন পাচ্ছেন না। বিএসএনএলের চুক্তিভিত্তিক কর্মী সংগঠনের যৌথ ফোরামের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘প্রায় ৫ হাজার মানুষ বেতন পাচ্ছেন না। অস্থায়ী হলেও এঁরা ২০ বছর ধরে কাজ করছেন।” তিনি অভিযোগ করেন,‘‘দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এই মার্চে একটা সুরাহা হওয়ার আশা ছিল। কিন্তু তার মধ্যেই করোনা আতঙ্ক এবং লকডাউন। তার জেরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যাঁরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, তাঁরা বিভিন্ন পথে সামান্য রোজগার করে পরিবার কোনও মতে চালাচ্ছিলেন। কিন্তু তার মধ্যেই এই লকডাউন সেই আয়ের পথ বন্ধ করে দিয়েছে।” আর সেই কারণেই আত্মহত্যা বলে দাবি বিএসএনএল কর্মীদের। পুলিশের বক্তব্য, কোনও সুইসাইড নোট মেলেনি৷ তাই এ কথার প্রমাণ মেলে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker