Barak UpdatesIndia & World UpdatesBreaking NewsFeature Story

করোনা: শিলচরের হোটেলে ঠাঁই হল না স্পেনের পাবলোর, পুলিশে শরণ
Corona: Spanish citizen Pablo refused room in any hotel at Silchar

১৩ মার্চ: স্পেন থেকে সাইকেলে ভারতে! যেখানে গিয়েছেন পাবলো আলবার্তো ফার্নান্ডেজ গার্সিয়া, মানুষ বিস্মিত হয়েছেন৷ তাঁর কথা শুনতে ভিড় জমিয়েছেন৷ সেলফি তুলে গর্ববোধ করেছেন৷ দৃশ্যটা কয়েকদিনেই বদলে গেল৷ গুয়াহাটিতে হোটেলে সকালেও যারা স্যার-স্যার করছিলেন, রাতে করোনা টেস্টের জন্য হোটেল থেকে তুলে নিয়ে যেতেই তারা আর কাছাকাছি আসেন না৷ তিনি যেন করোনা ভাইরাসে আক্রান্ত! পরদিন সকালেই গুয়াহাটি ছাড়েন পাবলো৷ মেঘালয় হয়ে এসে পৌঁছান শিলচরে৷ কিন্তু এখানে নতুন অভিজ্ঞতা৷ শিলচরের কোনও হোটেল রাখতে তাকে রুম দেয়নি৷

Rananuj

গুয়াহাটিতে তার করোনা টেস্ট হয়েছে, রেজাল্ট নেগেটিভ৷ রিপোর্ট সঙ্গে রয়েছে৷ সে সব বললেও লাভ হয়নি৷ চিন্তায় পড়ে যান পাবলো৷ শিলচর সদর থানায় গিয়ে আশ্রয় প্রার্থনা করেন৷ জানান, শুধু একটা রাত কাটাতে চান তিনি৷ পরদিনই রওয়ানা হবেন মণিপুরের দিকে৷ মোরে সীমান্ত দিয়ে মায়ানমারে যাবেন তিনি৷

ওসি দিতুমণি গোস্বামী বিভাগীয় কর্তা এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁকে সার্কিট হাউসে রাত্রিবাসের ব্যবস্থা করেন৷ এর আগে অবশ্য আরেক প্রস্ত করোনা টেস্ট হয়৷

শিলচরে তো থাকার ব্যবস্থা হল! এবার কী হবে? আন্তর্জাতিক সীমান্ত যে বন্ধ! থামতে নারাজ পাবলো৷ বললেন, যেখানে বাধা পাবেন, সেখানেই সিদ্ধান্ত নেবেন৷ পাবলো বলেন, গত বছরের ১ মে সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বের হন৷ মূল লক্ষ্য, প্রথমত দূষণের ব্যাপারে বিশ্ববাসীকে সচেতন করা৷ দ্বিতীয়ত, বিভিন্ন দেশ ও দেশবাসীকে জানা৷

কিন্তু গুয়াহাটির বদলে যাওয়া এবং শিলচরের প্রত্যাখ্যান তাকে চিন্তায় ফেলেছে৷ ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তে আরও কী অপেক্ষা করছে তাঁর জন্য, সেটাই ভাবছেন পাবলো৷ তবে পিছিয়ে পড়ার প্রশ্নই ওঠে না, জানিয়ে দেন স্পেনিশ সাইক্লিস্ট৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker