India & World UpdatesAnalyticsBreaking News
Budget session to be held in two parts from 31 Januaryদুটি পর্বে সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি
১৭ জানুয়ারি : সংসদের বাজেট অধিবেশন এ বার দুটি পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি এই অধিবেশন শুরু হবে। শেষ হবে ৩ এপ্রিল। অধিবেশন প্রথম পর্যায়ে চলবে ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে অধিবেশন ফের শুরু হবে ২ মার্চ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ৩১ জানুয়ারি সকাল ১১টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন।
এ দিকে, লোকসভা সূত্রে বলা হয়েছে, এই অধিবেশনে সংসদের স্ট্যান্ডিং কমিটির দ্বারা প্রস্তুত করা বিভিন্ন বিভাগের বাজেট ও এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হবে।