Barak UpdatesBreaking News
ইঅ্যান্ডডি কলোনিতে ড্রাগস উদ্ধার, ধৃত ১
Drugs recovered from Silchar END colony, 1 arrested

২৭ নভেম্বরঃ শিলচরের তারাপুর ইঅ্যান্ডডি কলোনিতে বুধবার আচমকা অভিযান চালিয়ে এক ড্রাগস পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম সাইদুল ইসলাম লস্কর। বাড়ি শালচাপড়া ঘাঘরাপার দ্বিতীয় খণ্ড। তার কাছ থেকে বেশ কিছু ড্রাগস বাজেয়াপ্ত করা হয়। সেগুলি ২২টি কৌটোয় ঢোকানো ছিল। পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত বলেন, ড্রাগসের বিরুদ্ধে তাদের এই অভিযান চলবে।