Barak UpdatesBreaking News

এনআরসিঃ চূড়ান্ত হয়নি ফর্ম জমার তারিখ
NRC: Process of receiving claims & objections again deferred by Supreme Court till Sept 19

এনআরসি-র খসড়াছুটদের দাবি-আপত্তি-সংশোধনের ফর্ম জমা কবে থেকে, সুপ্রিম কোর্ট আজও তা চূড়ান্ত করেনি। এর আগে শীর্ষ আদালত আরও কিছু ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য জেনে নিতে চাইছে। বুধবারই এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেন। তাতে বলা হয়েছে, এনআরসির খসড়ায় বাদ পড়া-রা নির্দিষ্ট ১০টি নথির কোনও একটি দিয়ে নতুন করে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা করতে পারবেন। তবে নথির যথার্থতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে লিখিয়ে নিতে হবে। প্রথম তালিকাভুক্ত ১৫টি নথির মধ্য থেকেই ১০টিকে বাছাই করা হয়েছে। সেগুলি হলঃ ১.১৯৭১ সালের ২৪ মার্চ বা এর আগেকার ল্যান্ড ডকুমেন্ট ২. বহির্রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ৩. পাসপোর্ট ৪. ভারতীয় জীবন বিমার বিমা সার্টিিকেট ৫. সরকারি লাইসেন্স বা সার্টিফিকেট ৬. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরির প্রমাণপত্র ৭. ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট ৮. বার্থ সার্টিফিকেট ৯. বোর্ড বা বিশ্ববিদ্যালয় ইস্যু করা এডুকেশনাল সার্টিফিকেট এবং ১০. জুডিশিয়াল বা রেভেন্যু কোর্টের রেকর্ড। সবকটি নথিই ১৯৭১ সালের ২৪ মার্চ বা এর আগে ইস্যু করা হতে হবে।

মূলত এই ১০ নথি সংক্রান্ত হাজেলার প্রস্তাবের প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার সহ মামলা-ভুক্ত সকল পক্ষের বক্তব্য জানতে চাইছেন বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিম্যান। সে জন্য দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির ধার্য হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।

এ দিকে, হাজেলা তাঁর রিপোর্টে ঠিক কী বলেছেন, তা জানার জন্য অ্যাটর্নি জেনারেল এর প্রতিলিপি খুঁজলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। বিচারপতিদ্বয়ের বক্তব্য, রায়ে যে টুকু উল্লেখ করা হয়েছে, মতামত জানানোর জন্য তা যথেষ্ট।

গত মঙ্গলবার শীর্ষ আদালত এনআরসি খসড়ার ১০ শতাংশের নথিপত্র পুনঃপরীক্ষার নির্দেশ দিয়েছিল। আজ এ নিয়ে অবশ্য কোনও কথা হয়নি। অনুমান করা হচ্ছে, ১৯ সেপ্টেম্বরের রায়ে এইসব ব্যাপারেও স্পষ্ট নির্দেশিকা থাকবে।

 

September 5: Wednesday was a crucial day when the Supreme Court was supposed to give its verdict on the Standard Operating Procedure (SOP) for the claim and objection part of the NRC update process submitted to it by the Union Ministry of Home Affairs. During the last hearing, the apex court deferred the process of receiving claims & objections. On Wednesday, Supreme Court bench of Justices Ranjan Gogoi and R F Nariman again deferred the process of giving its verdict on the SOP. The next hearing was scheduled on September 19.

A report was submitted on Wednesday before the bench of Supreme Court hearing the matter by Prateek Hajela, State Coordinator of NRC. In that report Hajela suggested that only 10 of the 15 documents originally permitted to prove citizenship be allowed to be filed with claims and objections by the people whose names have been left out of the final NRC draft. The bench directed the stake holders including the centre to respond to the proposal given by Hajela within two weeks.

At this stage, the Attorney General demanded that a copy of the report submitted by Prateek Hajela so that the Union government can go through it. However, the bench categorically refused to provide the copy to the centre at this stage.

Last Tuesday, the apex court said it would also like to conduct a sample re-verification of 10 per cent of NRC data, district-wise, by an independent team (NRC Seva Kendra officials of neighbouring districts) to satisfy itself that no error has crept into draft NRC. The process of re-verification is going to include around 29 lakh eligible persons of the total 2,89,83,668 names appeared in the complete draft NRC that excluded around 40.7 lakh ineligible applicants. It is hoped that if the apex court is impressed with the modalities prepared by NRC Coordinator, it may order the proposed sample re-verification. However, it is expected that the real picture will emerge only after the next hearing, scheduled on September 19.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker