NE UpdatesHappeningsBreaking News

এনআরসি ছুটদের আইনি সহায়তা দেবে রাজ্য সরকার : সর্বানন্দ
NRC excluded persons will be given legal aid by the state government, assures CM Sonowal

১১ অক্টোবর : জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া প্রকৃত ভারতীয় নাগরিকদের সুরক্ষা প্রদানে উপযুক্ত আইনি সাহায্য দেবে রাজ্য সরকার। কোনও প্রকৃত ভারতীয় নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি সরকার নিশ্চিত করবে। শুক্রবার বিভিন্ন বাঙালি সংগঠনের প্রতিনিধিদের এ কথা ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এ দিন একাধিক বাঙালি সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এই আলোচনার সময়ই প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে জানান যে, ১৯৭১ সালের আগের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বেশ কিছু বাঙলাভাষীর নাম এনআরসি তালিকায় ওঠেনি। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, আসামে বসবাস করা প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষকে সুরক্ষা প্রদান করা রাজ্য সরকারের দায়িত্ব ও কর্তব্য।

এ ব্যাপারে রাজ্য সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে সনোয়াল উল্লেখ করেন। এমনকি রাজ্যে বসবাস করা বাংলাভাষী জনগণের আর্থ সামাজিক উন্নয়নের বিষয়টিতেও রাজ্য সরকার দায়বদ্ধ বলে মুখ্যমন্ত্রী এ দিন বাঙালি সংগঠনের প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker