HappeningsBreaking News
এনআরসিঃ ১০ শতাংশের নথি ফের পরীক্ষা হবে, পিছিয়ে গেল দাবি-ফর্ম জমাও
Claims & Objections related to NRC Assam deferred by Supreme Court
৩০ আগস্ট থেকে নয়, এনআরসি-তে নাম তোলার দাবি জানানো আরও পিছিয়ে গেল। কবে থেকে ফর্ম নেওয়া হবে, তা চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্ট আরেক প্রস্ত বসতে চায়। সে জন্য ৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
অসমিয়া জাতীয়তাবাদী সংগঠনগুলি গত কিছুদিন থেকে অভিযোগ করছিল, নথি পরীক্ষার পরেও খসড়ায় বহু বিদেশির নাম ঢুকে পড়েছে। সুপ্রিম কোর্টেও তারা হলফনামা দাখিল করে একই কথা বলেছে। ওই প্রেক্ষিতে বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরিমানকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বলেছে, প্রতীক হাজেলার জেলাভিত্তিক রিপোর্ট দেখে তাঁদেরও মনে হয়েছে, খসড়ার ১০ শতাংশের নথিপত্র নমুনা হিসেবে গ্রহণ করে আরও একবার পরীক্ষা করা দরকার। প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার এনএসকে-কে দিয়ে এই কাজ করা যেতে পারে।
এ ছাড়া, দাবি-ফর্ম জমার সময়ে অতিরিক্ত নথি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে, এ নিয়েও এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলার কাছে রিপোর্ট চেয়েছে ডিভিশন বেঞ্চ। তাদের ধারণা, এতে আবেদনকারী পুরনো ফ্যামিলি ট্রি বদলে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। প্রশ্ন আসে, এই পর্বে লিগ্যাসি বদলের সুযোগ দেওয়া যথার্থ হবে কি-না। ৫ সেপ্টেম্বর হাজেলাকে রিপোর্ট পেশ করে এরও উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ জুলাই এনআরসি-র চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে মোট ৩ কোটি ২৯ লক্ষ আবেদনকারীর মধ্যে ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭জন বাদ পড়েছেন।
Receipt of ‘Claims’ and ‘Objections’ related to final draft of Assam’s National Register of Citizens (NRC) was deferred by the Supreme Court of India. It was earlier scheduled on August 30. The apex court expressed certain doubts in the procedure of claims and objections as they could find certain inner contradictions within the system. The apex court wanted to first satisfy themselves by conducting a sample re-verification of 10 percent of NRC data by an NSK personnel from neighbouring state. The court observed, “Having perused the same we are of the view that the court should consider the necessity of carrying out the sample re-verification of at least 10% of the names included in the final draft NRC, if required, by a team of NSK personnel from a neighbouring district.”
So as of now, claims and objections will not be submitted from 30 August.
Further, NRC State Coordinator Prateek Hajela was asked to produce a report elaborating the reason for seeking fresh documents for claims. During the course of hearing one of the issues that has cropped up is whether at the stage of filing of claims a claimant should be allowed to change the legacy and submit additional documents though included in List ‘A’.
It needs mention here that the final draft of the National Register of Citizens (NRC) in Assam was released on 30 July, with names of 40, 07,707 persons excluded from the list. There were 3.29 crore applicants. As per earlier directives, forms for claims, objection and correction are to be filled up and submitted within 30 August to 28 September. Such forms were to be collected from the concerned NSK or NRC website. But during the hearing on 28 August, Supreme Court deferred the date of filing claims and objects. The next date of hearing has been schedule on 5 September. It is only after the next hearing that the final date for receipt of claims & objections will be notified.