India & World UpdatesBreaking News
রাজস্থান থেকে সাংসদ হলেন মনমোহন সিংDr.Manmohan Singh becomes Rajya Sabha MP from Rajasthan
২০ আগস্ট : আসামের পর এ বার রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অতীতে ১৯৯১ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচবার আসাম থেকে সাংসদ মনোনীত হয়েছিলেন তিনি। তবে এ বার আসামে কংগ্রেসের ফল আশানুরূপ না হওয়ায় রাজস্থান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনল কংগ্রেস। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য পদে নির্বাচিত হন তিনি।
রাজস্থান বিধানসভায় প্রয়োজনীয় সদস্য না থাকায় কোনও প্রার্থী দেয়নি বিজেপি। সোমবারই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরই মনমোহন সিংকে জয়ী ঘোষণা করা হয়। তাঁর পক্ষে এ দিন সার্টিফিকেট গ্রহণ করেন রাজস্থান বিধানসভার কংগ্রেসের চিফ হুইপ মহেশ যোশি। প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত টানা ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। গত ১৪ জুন সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়।