Barak UpdatesBreaking News
মলিন শর্মা আর নেইMolin Sharma passes away
২৮ জুলাইঃ সাংবাদিক মলিন শর্মা আর নেই। রবিবার রাত এগারোটা নাগাদ তারাপুর ফায়ার ব্রিগেডের সামনে একটি ট্রিপার তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল শোকস্তব্ধ।
ইনার হুইল ক্লাবের এক অনুষ্ঠানে তিনি নিজের কর্তব্য সম্পাদন করে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকা এই দুর্ঘটনা। শুধু সাংবাদিক বা চিত্র সাংবাদিকরা নন, মলিনের দুর্ঘটনার খবরে গোটা শিলচর শহরে শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন, এ অবিশ্বাস্য। সদাহাস্য মলিন আর নেই, কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করেন। ঘাতক ট্রিপারটিকে ধরার জন্য শহর জুড়ে দাবি উঠেছে। ট্রিপারের বেপরোয়া চালনা নিয়ে আগেও বহুবার মানুষ ক্ষোভ জানিয়েছেন। কিন্তু একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে এরা। জনতা ক্ষিপ্ত তাদের ঠেকাতে পুলিশের ব্যর্থতা নিয়েও।
মৃত্যুকালে মলিন শর্মার বয়স হয়েছিল ৪৩ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য প্রিয়জনদের।
English text here
ট্রিপারের এই রকম খালিপনা কি নুতুন? প্রতিদিন শিলচর ও আশপাশে এমন ঘটছে! কি হয়? যে হারিয়ে যায় সে যায়, আমরা দুই একদিন একটু চেঁচামেচি করি তারপর…..? প্রশাসন………!!!