Barak UpdatesSports

পিলিক চৌধুরী ফুটবলে কাছাড়ের প্রতিনিধি আরএসটিসি
DC Cachar meets with football players representing Cachar at Uner-14 Pilik Choudhury tournament

২৪ জুলাইঃ রেসিডেন্সিয়াল  স্পেশিয়াল ট্রেনিং সেন্টার (আরএসটিসি)-এর ফুটবলারদের সঙ্গে মিলিত হলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি। অনুর্ধ্ব ১৪ ফুটবলে কাছাড় জেলার চ্যাম্পিয়ন তারাই। সেই সুবাদে আগামী ২৬ জুলাই গুয়াহাটিতে অনুষ্ঠেয় পিলিক চৌধুরী  আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা। তাই বুধবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

১১জন খেলোয়াড়দের হাতে ১টি করে স্পোর্টস  কিট ব্যাগ তুলে দেন জেলাশাসক মাদ্দুরি। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকেরই কোনও না কোনও প্রতিভা থাকে।  সঙ্গীতের ক্ষেত্রেই হোক বা খেলাধুলায়। যে ক্ষেত্রেই হোক না কেন, তাদের একটি স্বপ্ন থাকা উচিত। সেই স্বপ্নকে সফল করে তুলতে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি তাদের খেলাধুলার পাশাপাশি ভালো করে পড়াশোনা করে জীবনে সুপ্রতিষ্ঠিত হবারও  পরামর্শ প্রদান করেন। লায়া মাদ্দুরি আরএসটিসি-র কেয়ারটেকার পারভেজ আহমেদ লস্করকেও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এই দলটির জেতার পেছনে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই।সহকারি নাজির জয়ন্ত পাল এবং পারভেজ আহমেদ লস্করের তত্ত্বাবধানে গঠিত এই ফুটবল দলটি আগামী ২৫শে জুলাই গুয়াহাটিতে যাবে ।

এ দিনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সহকারি আয়ুক্ত অভিলাষ বারনাওয়াল,  জেলা প্রোগ্রাম অফিসার (বিশেষ প্রশিক্ষণ বিভাগ) পাপড়ি ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জেলা পর্যায়ের ফাইনালে আরএসটিসি সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker