India & World UpdatesBreaking News
ফের রক্তাক্ত ঝাড়খণ্ড, মাও হামলায় হত ৪ পুলিশকর্মী
১৫ জুন : মাওবাদী হামলায় ফের রক্তাক্ত হল ঝাড়খণ্ড৷ ঝাড়খণ্ডের সরাইকেলা-খাড়শোয়ার তিরুলডিগির কুকরুবাজার এলাকায় সংঘটিত এই ঘটনায় এ পর্যন্ত চারজন পুলিশকর্মী শহিদ হয়েছেন৷ নিখোঁজ আরও একজন৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে। নিহত পুলিশকর্মীদের অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে গেছে মাওবাদীরা৷ হামলার পর থেকেই এলাকার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে৷ এলাকায় বর্তমানে পুলিশি টহলদারি চলছে।
শুক্রবার বিকেলে ভিড়ে ঠাসা কুকরুবাজারে দুজন এএসআই-সহ মোট পাঁচ পুলিশকর্মী একটি গাড়ি করে টহলদারি চালাচ্ছিলেন৷ তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়েন পুলিশকর্মীরা৷ বাজারের মাঝে আচমকা হামলার ঘটনায় ততক্ষণে ছুটোছুটি শুরু হয়ে গিয়েছে৷ দোকানপাট বন্ধ করে ক্রেতা-বিক্রেতা কোনওক্রমে প্রাণ বাঁচতে সরে যান৷ বেশ কিছুক্ষণ পুলিশ আধিকারিকরা রাস্তায় পড়ে ছটফট করতে করতেই মারা যান৷ চারজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন আরও এক পুলিশকর্মী৷
এদিকে, খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা৷ বাড়তি নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে৷ বেশ কয়েকদিন আগে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় আইইডি বিস্ফোরণ হয়৷ তাতেই বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছিলেন৷ মাত্র কয়েকদিনের মধ্যে আবারও মাও হামলার ঘটনা ঘটল ঝাড়খণ্ডে।