Barak UpdatesHappenings
আত্মহত্যাই করলেন ব্লাড ব্যাঙ্কের কর্মী রণধীর পালBlood Bank staff Ranadhir Paul ends his life
৬ জুনঃ আত্মহত্যাই করলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের রিজিয়নাল ব্লাড ব্যাঙ্কের কর্মী রণধীর পাল। বৃহস্পতিবার সকালে তাঁকে বাড়িতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এই ঘটনায় তাঁর স্ত্রী-কন্যা মুষড়ে পড়েছেন। তাঁরা রণধীরবাবুর মৃত্যুর জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগকে দায়ী করছেন।
তাদের কথায়, সমস্ত অভিযোগ মিথ্যা, মনগড়া। একই সঙ্গে চলছিল অপপ্রচারও। তাতেই ভেঙে পড়েছিলেন রণধীরবাবু। অভিযোগ আসার শুরুতেই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় বেশ কিছুদিন তাঁকে শিলচর মেডিক্যালে চিকিতসাধীন থাকতে হয়। কিছুদিন আগে বাড়িতে আসেন।
তাঁর আত্মহত্যা নতুন করে বহু প্রশ্ন উসকে দিচ্ছে। তাই বিভিন্ন মহল থেকে ব্লাড ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, ব্লাড ব্যাঙ্কেরই একটি ঘরে রণধীরবাবু বসবাস করতেন। বাড়িতে খুব কম যেতেন। মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়ম ও নানা দুর্নীতির তদন্ত শুরু হলে বাদ যায়নি ব্লাড ব্যাঙ্কও। সরকার অধ্যক্ষ, সুপারিন্টেন্ডেন্ট বদলে দেওয়ার সঙ্গে হাতবদল হয় ব্লাড ব্যাঙ্ক ইনচার্জের দায়িত্বও।
ডা. রাজীব বিশ্বাস ইনচার্জ হয়েই রণধীরবাবুকে ঘর ছাড়তে বলেন। এ নিয়ে বচসা বাঁধে দুইজনে। রণধীরবাবু মেডিক্যাল কলেজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁর স্ত্রী-কন্যা ডা. বিশ্বাসের বিরুদ্ধে ঘুংঘুর ফাঁড়িতে এফআইআর করেন। তাদের অভিযোগ, ঘর ছাড়ানোর নামে ডা. বিশ্বাস তাঁর সঙ্গে চরম অভদ্র ব্যবহার করেছেন। নানা হুমকি দিয়েছেন। আসলে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছেন তিনি। এখনও সেই মামলা একচুলও এগোয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার সকালের এই ঘটনা!