Barak UpdatesBreaking News
কেন্দ্রের উদার নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে মে দিবস পালন শিলচরেMay Day observed at Silchar by many workers association
১ মে : মোদি সরকারের উদার নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে বুধবার আন্তর্জাতিক মে দিবস পালন করল বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। এ দিন সকালে জমায়েতের পর মে দিবসের পতাকা উত্তোলন করেন এআইটিইউসি-র বরিষ্ঠ নেতা আশিস চৌধুরী। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা শহিদ বেদিতে মাল্যদান করে উদযাপনের সূচনা করেন। এরপর অধিকার আদায়ের লড়াইয়ের আহ্বান জানিয়ে একটি মিছিল শহর পরিক্রমা করে। শ্রমিকরা শপথ নেন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের উদার নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, আমেরিকার হে মার্কেটে শ্রমিকদের আত্মবলিদানের এই দিনটি সারা বিশ্বে অধিকার আদায়ের লড়াইয়ের দিন হিসেবে পালন করা হয়। সারা পৃথিবী জুড়ে শ্রমিক শ্রেণির ওপর আক্রমণ নেমে এসেছে। শ্রমিকদের ওপর এই আক্রমণ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পতাকা হাতে নিয়ে এগিয়ে চলতে হবে। তিনি বলেন, আজ ভারতে শ্রমিকদের নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চটি দেশে কেন্দ্র সরকারের উদারনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের সব শ্রমিকরা একজোট হয়ে এই লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বলে তিনি এ দিন মন্তব্য করেন।
সমাবেশে অন্য বক্তারা বলেছেন, ১৮৮৬ সালে আমেরিকার হে মার্কেটে এই আন্দোলন শুরু হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে, কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে ঠিক একইভাবে আরও একবার মে দিবস পালন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বক্তারা বলেন, মোদি সরকার শ্রমিকদের জন্য প্রতিদিন ৮ ঘণ্টা কাজের যে বিধান রাখা হয়েছিল, তা বাড়িয়ে ১২ ঘণ্টা করতে চাইছে। পুঁজিপতি শ্রেণিকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে বেকারত্ব বাড়িয়ে তুলেছে। এই নির্বাচনে দেশের কোটি কোটি মেহনতি মানুষ যোগ্য জবাব দেবেন বলে বক্তারা উল্লেখ করেন।