Barak UpdatesBreaking News

আগরতলার ট্রেন থেকে কফ সিরাপ সহ যুবতী গ্রেফতার
Girl arrested along with cough syrup from Agartala bound train

৮ এপ্রিল : শিলচর-আগরতলা যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে বেশ কিছু কফ সিরাপ আটক করেছে রেলওয়ে পুলিশ। একইসঙ্গে পুলিশ এক যুবতীকেও গ্রেফতার করেছে। সোমবার রুটিন তল্লাশির সময় এই কফ সিরাপের বোতলগুলো পুলিশের হাতে লাগে।

Rananuj

পুলিশ জানিয়েছে, ধৃত যুবতী আগরতলা সোনাছড়ার বাসিন্দা পূজা দেববর্মা। তার কাছ থেকে মোট ১৯০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ দিন সকালে রেলওয়ে পুলিশ রুটিন তল্লাশির সময় একটি কোচ থেকে এই কফ সিরাপের বোতলগুলো জব্দ করে। এ গুলো আগরতলায় নিয়ে যাওয়ার কথা ছিল।

এ দিকে ধৃত যুবতী জানায়, সে আগরতলা থেকে তার এক আত্মীয়ের সঙ্গে এখানে এসেছে। এই কফ সিরাপ গুলোর ব্যাপারে তার কিছুই জানা নেই। এমনকি ব্যাগে কফ সিরাপ রয়েছে বলেও তার জানা ছিল না। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker