Barak Updates
ঘিবলি স্টাইল : ডিজিটাল দুনিয়ার এক নতুন ক্রেজ, লিখেছেন ধর্মানন্দ দেব

//ধর্মানন্দ দেব//
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক নতুন প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যেখানে মানুষ নিজেদের ছবি স্টুডিও ঘিবলি স্টাইলে রূপান্তর করছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি সেলিব্রিটিরাও নিজেদের নতুন অবতারের ছবি শেয়ার করছেন। এই বিশেষ অ্যানিমেশন স্টাইলের প্রতি মানুষের প্রবল আগ্রহ বেড়েই চলেছে, এবং প্রতিদিন হাজার হাজার ব্যবহারকারী নিজেদের ছবি কিংবা তারকাদের ছবি ঘিবলি স্টাইলে পরিণত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তবে, অনেকেই এই ছবি তৈরির পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল নন, যার ফলে অনেকে শতচেষ্টা করেও নিজেদের কাঙ্ক্ষিত ছবি তৈরি করতে পারছেন না। মূলত সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
স্টুডিও ঘিবলি, ১৯৮৫ সালে জাপানে প্রতিষ্ঠিত একটি বিশ্বখ্যাত অ্যানিমেশন স্টুডিও, যা ‘স্পিরিটেড অ্যাওয়ে’, ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস’, ‘মাই নেইবর টটোরো’ সহ অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেছে। এই স্টুডিওর স্বতন্ত্র শিল্পশৈলী, হাতে আঁকা জলরঙের মতো সূক্ষ্ম স্পর্শ, স্বপ্নময় পরিবেশ এবং বিস্তৃত প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। এই অ্যানিমেশনগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো চরিত্রগুলোর আবেগঘন চিত্রায়ন, যা ঘিবলি স্টাইলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই বিশেষ শিল্পরীতির প্রতি মানুষের নস্টালজিক আকর্ষণই আজকের দিনে এই প্রবণতার মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
ঘিবলি স্টাইলের ছবি তৈরি করতে এখন আর হাতে আঁকার প্রয়োজন নেই। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সহজেই এই ধরণের ছবি তৈরি করা সম্ভব। ওপেনএআই-এর ChatGPT বা অন্যান্য এআই-ভিত্তিক টুলের সাহায্যে মানুষ সহজেই নিজেদের ছবি ঘিবলি স্টাইলে রূপান্তর করতে পারছে। এই পদ্ধতিটি খুবই সহজ এবং কয়েকটি সাধারণ ধাপে সম্পন্ন করা যায়। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ChatGPT app বা Grok app ডাউনলোড করতে হবে। তারপর অপশন থেকে ChatGPT app বা GROK AI প্লেটফর্মে লগ ইন করুন । তারপর ব্যবহারকারীকে ওপেনএআই-এর ChatGPT খুলতে হবে। এরপর ‘+’ চিহ্নে ক্লিক করে ছবি বেছে নিতে হবে এবং নির্দিষ্ট প্রম্পট লিখতে হবে, যেমন “Turn this into Ghibli style studio.” এরপর ‘সেন্ট’ অপশন সিলেক্ট করলেই মাত্র এক মিনিটের মধ্যে একটি সম্পূর্ণ ঘিবলি স্টাইলের ছবি তৈরি হয়ে যাবে।
যদি কেউ ওপেন এআই- এর মাধ্যমে ছবি তৈরি করতে না পারেন, তাহলে রয়েছে বিকল্প উপায়ও। Grok AI প্ল্যাটফর্মের সাহায্যে একই রকম ছবি তৈরি করা সম্ভব। ব্যবহারকারীদের প্রথমে “x.ai” প্ল্যাটফর্মে গিয়ে ‘Try Grok’ অপশন বেছে নিতে হবে। এরপর ছবি আপলোড করে প্রম্পট লিখতে হবে, “Turn this image into a Ghibli anime style.” এই সহজ নির্দেশ অনুসরণ করলেই অনায়াসে একটি ঘিবলি স্টাইলের ছবি তৈরি করা সম্ভব।
এছাড়াও, ‘ড্রিম বাই ওম্বো’, ‘ডিপ ড্রিম জেনারেটর’ এবং স্ন্যাপচ্যাটের বিশেষ ঘিবলি ফিল্টার ব্যবহার করেও এই ধরণের ছবি তৈরি করা যায়। ডিজিটাল শিল্প ও অ্যানিমেশনের প্রতি আগ্রহী ব্যক্তিরা চাইলে অ্যাডোব ফটোশপ বা প্রোক্রিয়েট-এর মতো সফটওয়্যার ব্যবহার করে নিজেদের হাতে আঁকা ডিজিটাল ঘিবলি স্টাইলের ছবি তৈরি করতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘিবলি স্টাইলের জনপ্রিয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সাধারণ ব্যবহারকারীরা শুধু নিজেদের ছবি নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচীন তেণ্ডুলকর, ডোনাল্ড ট্রাম্পের মতো বিশিষ্ট ব্যক্তিদের ছবি ঘিবলি স্টাইলে রূপান্তর করে তা অনলাইনে শেয়ার করছেন। এই ডিজিটাল প্রবণতা মানুষের সৃজনশীলতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে এবং নতুনভাবে শিল্প ও প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছে।
প্রশ্ন হলো, হঠাৎ করে এই স্টাইলের প্রতি মানুষের এত আগ্রহ কেন? এর প্রধান কারণ হলো ঘিবলি অ্যানিমেশন সিনেমাগুলোর নস্টালজিক আবেদন। অনেকেই তাদের শৈশবের প্রিয় চরিত্রগুলোকে এই স্টাইলে দেখতে অভ্যস্ত, ফলে নিজেদের ছবিকে সেই রূপ দেওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কনটেন্ট শেয়ার করার প্রবণতা থাকার কারণে নতুন কিছু চেষ্টা করার আগ্রহ বেড়েছে।
এআই-ভিত্তিক এই নতুন ট্রেন্ড যেমন ডিজিটাল শিল্পের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে, তেমনই এটি আমাদের সৃজনশীলতাকেও নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। ঘিবলি স্টাইলের মাধ্যমে যে শুধুমাত্র ছবি তৈরি করা হচ্ছে তা নয়, বরং এটি মানুষের কল্পনাকে চিত্রায়িত করার একটি উপায় হয়ে উঠছে। ডিজিটাল বিশ্বে এই স্টাইলের জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা সময়ই বলে দেবে, তবে বর্তমানে এটি নিঃসন্দেহে এক নতুন সৃজনশীল আন্দোলনের সূচনা করেছে।
(লেখক ধর্মানন্দ দেব বরাক উপত্যকার বিশিষ্ট আইনজীবী)