Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে ঐতিহাসিক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড: হিমন্তবিশ্ব শর্মা
CM to visit Silchar on March 18 for a series of events

ওয়ে টু বরাক, ১৫ মার্চ : মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফর ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। আগামী ১৮ মার্চ, মঙ্গলবার, তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে শিলচরে আসবেন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করতে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই ঐতিহাসিক সফরের মাধ্যমে।

সকাল ৮টায় শিলচর বিমানবন্দরে অবতরণের পরই মুখ্যমন্ত্রীর কর্মসূচির শুভ সূচনা হবে। প্রথমেই তিনি সকাল ৯:২৫টায় উপস্থিত থাকবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে। বরাক উপত্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই মন্দির উদ্বোধনের মাধ্যমে আধ্যাত্মিকতায় এক নতুন মাত্রা যোগ হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

এরপর সকাল ১১:১০টায় তিনি যোগ দেবেন দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে। বরাক উপত্যকার শিক্ষা ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। শিক্ষাক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর এই সফর শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষকদের সাথে তাঁর মতবিনিময় শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে সহায়ক হবে।

মুখ্যমন্ত্রীর শিলচর সফরের অন্যতম প্রধান আকর্ষণ, এসএম দেব সিভিল হাসপাতালে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস। সরকারি সুত্র মতে, এদিন দুপুর ১২.২০ মিনিটে মুখ্যমন্ত্রী এই কেয়ার ব্লকের শিলান্যাস করবেন। উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসার এবং জরুরি পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি নাগরিক পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে শিলচর আবর্ত ভবনের শিলান্যাস করবেন। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করতেই এই কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে। সফরের শেষ পর্যায়ে বিকেলে মুখ্যমন্ত্রী গুয়াহাটি হয়ে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন।

way2barak, March 15 : Chief Minister Dr. Himanta Biswa Sarma, is scheduled to visit Silchar on Tuesday, for a series of significant events. He will arrive at Silchar Airport at 8:00 AM, commencing a power-packed schedule. His first engagement will be at 9:25 AM at the centenary celebration and inauguration of the newly built Universal Temple dedicated to Sri Ramkrishna Paramhansa Deva. The temple, a symbol of spiritual harmony and devotion, stands as a testament to the region’s rich cultural and religious heritage. The grand celebration is expected to draw devotees and dignitaries alike, making it a remarkable milestone in the spiritual landscape of Silchar.

Following this, at 11:10 AM, Dr. Sarma will grace the Golden Jubilee program of Desh Bhakta Tarun Ram Phukan Higher Secondary School.

Later in the day, CM, Dr. Sarma will proceed to S.M. Dev Civil Hospital, Silchar, where he will lay the foundation stone for a state-of-the-art Critical Care Block. This new facility is expected to enhance the hospital’s medical infrastructure, providing advanced healthcare services to the people of Barak Valley. Additionally, he will also lay the foundation stone for the Silchar Circuit House virtually, further reinforcing the commitment to infrastructural growth in the region. Concluding his visit, Chief Minister Sarma will depart for New Delhi via Guwahati in the afternoon.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker