Barak UpdatesHappeningsBreaking News
এনআইটি সংলগ্ন মধুটিলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচ ভাইয়ের বাড়ি

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি: শিলচর এনআইটির কাছে মধুটিলায় সোমবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। মদন গোয়ালা এবং তাঁর চার ভাইয়ের বাড়ি ভস্মীভূত হয়। আচমকা আগুন জ্বলে ওঠায় কোনও সামগ্রী রক্ষা করা যায়নি। তবে গবাদী পশুগুলোকে রক্ষা করা গিয়েছে। আগুন জ্বলে উঠতে দেখেই সবাই ছোটেন গোয়াল ঘরের দিকে। সব ভাইয়ের বাড়িতেই কম-বেশি গরু ছিল। জিনিসপত্রের কথা বাদ দিয়ে তাঁরা সেগুলিকে বাঁচানোর ব্যবস্থা করেন।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনী পৌছালেও তাঁদের ইঞ্জিন একেবারে ঘটনাস্থলে পৌঁছানোর উপায় ছিল না। পরে ছোট ইঞ্জিন ডেকে আনা হয়। ততক্ষণে অবশ্য এলাকাবাসীর প্রয়াসে আগুন আয়ত্তে চলে আসে।
মঙ্গলবার মদন গোয়ালার বাড়িতে ছুটে যান যাদব মহাসভার কর্মকর্তারা। মহাসভার তরফে তাঁরা আর্থিক সহায়তা করেন। অগ্নিকাণ্ডের খবর নিতে যান প্রাক্তন বিধায়ক, বিজেপি নেতা কিশোর নাথও।