Barak UpdatesHappeningsBreaking News
শিলচর তারাপুরে কিডস হোম প্রি স্কুলের যাত্রা

ওয়ে টু বরাক, ২৬ জানুয়ারি : রবিবার শিলচর তারাপু্রের ক্ষুদিরাম সরণির বিভাস দে-র বাড়িতে একটি কিডস হোম প্রি স্কুল যাত্রা শুরু করে। এই প্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠানন্দজি মহারাজ। তিনি বলেন, সমাজের উন্নতিকরণে শিক্ষা অগ্রাধিকার ভূমিকা পালন করে। তাই আমাদের সবার শিক্ষার মানদণ্ড উন্নতি করতে হবে। আগে পড়াশোনা হতো ছয় বছরের পরে, কিন্তু এখন শৈশব থেকেই পড়াশোনা শুরু করতে হয়। তাই শৈশব কালের শিক্ষা শিশুদের চারপাশের অবস্থা বোঝার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। গণতন্ত্র দিবসের পূণ্য লগ্নে নতুন বিদ্যালয় স্থাপনের জন্য সাধুবাদ জানান।
তারপর আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৌগত নাথ বলেন, শিক্ষা আমাদের জ্ঞান ও দক্ষতা অর্জন করে, যা সমাজের বিকাশে অবদান রাখতে সহায়তা করে। সমাজের এই উন্নতিকরণে বিভাস দে এগিয়ে এসে একটি বিদ্যালয় খুলেছেন, সেজন্য তিনি তাঁর ভুয়সি প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষক বিভাস দে গত কয়েক বছর ধরে শিক্ষার মানদণ্ড উন্নতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়েছেন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কর্ণধার বিভাস দে, ডিএনএনকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ সাহা, সুধাংশু দে, বিধুভূষণ বর্মন, অভিজিৎ দে প্রমুখ।