NE UpdatesHappeningsBreaking News
মায়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের পথে বাজেয়াপ্ত প্রচুর অস্ত্র, ধৃত ৫
ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি: মায়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের একটা বড় চালান মিজোরামে ধরা পড়ল। মিজোরাম পুলিশ জানিয়েছে, মায়ানমার ও বাংলাদেশের জঙ্গিদের মধ্যে ওই অস্ত্রের লেনদেন হচ্ছিল । গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তারা মামিত জেলার ওয়েস্ট ফাইলেঙ এলাকায় অভিযানে নামেন। প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে ৬টি একে ৪৭ রাইফেল, ১৩টি ম্যাগজিন এবং ১০,০৫০টি কার্তুজ। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। ধৃতদের একজন মায়ানমারের বিদ্রোহী সংগঠন চিন ন্যাশনাল ফ্রন্টের পদস্থ কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদ করে মিজোরাম পুলিশ নিশ্চিত হয়েছে, মায়ানমারের চিন ন্যাশনাল ফ্রন্ট এবং বাংলাদেশের চট্টগ্রামে সক্রিয় জঙ্গি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর মধ্যে অস্ত্র বাণিজ্যের অঙ্গ হিসেবেই ওইগুলি পাচার করা হচ্ছিল। মিজোরাম পুলিশের দাবি, সাম্প্রতিক কালে রাজ্যে এত অস্ত্র কিংবা গুলিবারুদ ধরা পড়েনি। এর ওপর, প্রতিবেশী দুই দেশের জঙ্গিদের মধ্যে অস্ত্রের লেনদেন ধরে তারা বৃহত্তর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় বিরাট ভূমিকা গ্রহণে সক্ষম হয়েছেন।