Barak UpdatesHappeningsCultureBreaking News
মিশনারিজ অব চ্যারিটিতে গিয়ে বড়দিন পালন লায়ন্স ভ্যালিভিউর
ওয়ে টু বরাক, ২৫ ডিসেম্বর : বুধবার পবিত্র বড়দিন উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ’-এর সদস্যরা শিলচর চান্দমারির মিশনারিজ অব চ্যারিটি-তে (মাদার টেরেজা হোম) গিয়ে সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। এরপর তারা আনন্দময় পরিবেশে বড়দিন পালন করেন। এ উপলক্ষে তারা সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে ও মিষ্টি মুখ করিয়ে দিনটি উদযাপন করেন। নানা ধরনের বিস্কিট, চকোলেট, স্ন্যাক্স আইটেম তাদের হাতে তুলে দেওয়া হয়।
হোমের ইনচার্জ সিস্টার ডেনিষ্থা সকলের উপস্থিতিতে খুশি ব্যক্ত করেন এবং পবিত্র ক্রিসমাসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। লায়ন্স পরিবারের পক্ষ থেকে ক্লাব ভ্যালিভিউর গাইডিং লায়ন সঞ্জীব রায় সকলকে পবিত্র বড়দিনের শুভেচ্ছা জানান এবং যিশুখ্রিস্টের জন্মদিনে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে জীবমাত্রকেই ভালোবাসার বার্তা দেন। হোমের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ানরিতা মাইনসং এবং নির্মলা মুন্দ্রা। ক্লাব ভ্যালিভিউর পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সন্দীপ শীল, মিনারা বেগম লস্কর, মৃন্ময় রায় প্রমুখ।