India & World UpdatesHappeningsBreaking News
ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়কে
ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর: ইডি মামলায় জামিন পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদনে সুপ্রিম কোর্ট জানায়, আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে ইডি মামলা থেকে জামিন পাবেন তিনি। শীর্ষ আদালত জানিয়েছে, ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। গত ২৭ মাস ধরে তিনি জেলে রয়েছেন। তবে সিবিআই মামলায় জেলেই থাকতে হবে তাঁকে।
আদালত জানিয়ে দেয়, ১ ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। ২-৩ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষের নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দু’টি সিবিআই মামলা বিচারাধীন আছে।