India & World UpdatesAnalyticsBreaking News
পাকিস্তানে ব্যবধান ১১৯-৬১
২৭২ আসনের পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ ১১৯ আসনে বিজয়ী হয়েছে। নিরঙ্কুশ গরিষ্ঠতা থেকে ১৮ আসন দূরে। সরকারিভাবে অবশ্য এখনও সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়নি। তবে বেসরকারি সূত্রে জানা গিয়েছে, নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ মাত্র ৬১টি আসন দখলে সক্ষম হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির ঝুলিতে গিয়েছে ৪০ আসন। বকি আসন ছোট দলগুলি ভাগ করে নিয়েছে।
নিরঙ্কুশ না হতে পারলেও পাকিস্তানের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা ৬৫ বছর বয়সী ইমরান খানের উপর যথেষ্ট আস্থা রাখছেন। তাঁদের আশা, বিশ্বকাপ ছিনিয়ে আনা মানুষটি দেশকে একটি স্থায়ী সরকার উপহার দিতেই সক্ষম হবেন। তবে সেনাবাহিনীর উপর কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হবেন, সে প্রশ্ন আজই উঠতে শুরু করেছে।
পাকিস্তান মুসলিম লিগ এবং পাকিস্তান পিপলস পার্টি এই ফলাফল মেনে নিতে নারাজ। তাঁদের কথায়, কোনও ভোটই হয়নি। পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান বিলাউল ভুট্টো জারদারির অভিযোগ, দেশের বহু জায়গায় তাদের পোলিং এজেন্টকে ভোটকেন্দ্র থেকে জোরে বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এই ধরনের অভিযোগ অস্বীকার করেন।